হাওয়ার দোলা

আমার জানালায়,
প্রতিদিন গুচ্ছ গুচ্ছ শিরিষ ফুল দোল খায়,
প্রতিদিনই তাকিয়ে আমি বিভোর হ’ই,
প্রতিদিনই তার সাথে কথা কই,
জানিনি কখন তারে হৃদয়ের সবুজ দ্বারে
ভেবে ফেলেছি;

জিজ্ঞিয়াছি তারে আমি; সেও কি ভাবে আমারে?
প্রতিউত্তর আসে না–তবু শুধুই হাওয়ার দোলা,
সে দোলনে আমিও দুলি।

একদিন–
বিকালটারে আঁধার করে আসে ঝড়,
কিছুই যায় না দেখা– শুধুই হাওয়ার দাপট;

প্রাণটা আমার ওঠে কাঁপি,
এই বুঝি হারিয়ে গেলে আমায় ছেড়ে,
শূন্য মনে ফিরি আমি আপন ঘরে,
দেখি, তুমি ছড়িয়ে আছো শয্যা পরে!
রমনীয় রাত তখন অনেক বাকি।

৫ মার্চ, ২০১২
অফিসার্স কোয়ার্টার, কালিগঞ্জ উপজেলা।